১)বাগধারা ও প্রবাদ -প্রবচনের উৎপত্তি টেকনিকের মাধ্যেমে উপস্থাপন।
বেস্ট প্রেজেন্টশন। ভালো লেগেছে। লেখক পরিশ্রম করেছে বুঝা যায়। ছবিতে তুলে ধরেছি।
২)বিপরীত শব্দ টা ইউনিক ভাবে উপস্থাপন করা হয়েছে। এই শব্দটা অর্থ সহ তুলে ধরছে। যেটা আর কোন বইতে দেখিনি। এই কাজটা এখন পর্যন্ত বেস্ট লাগছে। কারণ বিপরীত শব্দ বুঝতে হলে তার অর্থ জানা জরুরি। সেটা লেখক চেষ্টা করেছেন উপস্থাপন করতে।
৩) শব্দার্থ বোর্ড বইয়ের গদ্য পদ্যের অর্থ তুলে এনেছে। যার ফলে কমন আসার চান্স বেশি। সমৃদ্ধ বলা চলে। ভালো একটা কাজ যেটা প্রচলিত অনেক বইতে নাই।
৪)বাকি টপিক গুলো প্রচলিত বইয়ের মতোই
৫)কাভার অসাধারণ এবং নামটাও। কেমন একটা আগুন আগুন ভাব
৬)প্রতিটা টপিকে গুরুত্বপূর্ণ এবং কম গুরত্বপূর্ণ ২ টা পার্ট এটা ভালো কাজ। তবে কম গুরুত্বপূর্ণের পার্টে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা লেখক আরেকটু Analysis করলে বুঝতে পারবে।
সমালোচনা
-----------------------
১) লাইটের নিচে সরাসরি বসে পড়তে বসলে কাগজের সাথে আলোর একটা Reflection হয়। আমি ভালো রকমের সমস্যায় পড়ছি।
চশমাতে বার বার প্রবলেম হচ্ছিল। সম্ভবত নকল এড়াতে করেছে।
এটাকো কোন ভাবে চোখের জন্য Friendly করা যায় কিনা দেখার অনুরোধ
আমাদের চাহিদা
------------------------
১)সম্ভব হলে আরো কিছু টেকনিক এড করা যায় কিনা
আরো কিছু ব্যাখ্যা
২) মুখস্থ পার্টের জন্য ২৫০ টাকা। আরেকটু হালকা কমানো যায় কিনা যদিও পেইজ কোয়ালিটি হিসেবে দাম ঠিকই আছে। তারপরেও ১০ টাকা কমালেও বেকারদের জন্য সুবিধা। যেহেতু একটা পার্ট। টোটাল বই না। সুতরাং ভেবে দেখার অনুরোধ
যাই হোক ভালো মন্দ মিলিয়ে বইটা রেটিং ১০ এ ৯.৫
প্রতিটা টেবিলে এমন একটা বই থাকা উচিত বলে মনে করি যদি টাকার সমস্যা না হয়।
দুঃখ প্রকাশ:
ভিডিও করার ইচ্ছা ছিল। এমনিতে পড়তে সময় নিয়েছি। কারণ পড়া ছাড়া রিভিউ করা কঠিন। আর ঢাকায় যেতে হবে এই সপ্তাতে দৌড়ের উপর থাকবো তাই মনে হলে লিখে পোস্ট করি। ভিডিও করার সময় এখন পাবো না।
পাঠকদেরকে কিছু কথা
বইটা সম্পর্কে আমি আমার মতামত দিলাম। আপনাদের সাথে মত মিলবে কিনা সেটা একান্ত আপনার বিষয়।
তাই কেউ বাজে কমেন্ট করবেন না
বইটা পাঠানোর পর এক সপ্তাহ সময় নিয়ে পড়ছি+ তারপর রিভিউ।
সুতরাং যারা আমাকে চিনেন তারা আশা করি জানেন আমি আজগুবি রিভিউ করি না🙂
