ম্যাসেজ
মনে করেন আপনাকে পরীক্ষায় একটা প্রশ্ন দেয়া হলো যে আপনার জীবন কেমন হবে অথবা আপনী কেমন জীবন চান?আর সবগুলো অপশন ই যদি এমন হয় যে,
ক.কষ্ট খ.কষ্ট গ.কষ্ট ঘ.কষ্ট ।
তখন আপনি কোনটা বেছে নিবেন? একটা বিষয় ভাবুন তো একটা ছাত্রের কাছে কখনোই স্কুল, পরীক্ষা, টিওশন এগুলো ভাল লাগে না।কিন্তু পরীক্ষায় চমৎকার রেজাল্ট তার পছন্দ। আবার একজন চাকুরী করে তার কাছে ৯ টা থেকে ৫ টা অফিস ভালো লাগে না,বসের ঘেনঘেন ভাল লাগে না কিন্তু মাস শেষে যখন বেতন পায় সেটা পছন্দ। একজন প্রেগন্যান্ট মহিলার তার নয় মাসের কষ্টকর জার্নিটা কখনোই পছন্দের না কিন্তু বাচ্চা তার খুবই পছন্দের।
সবসময় দেখবেন আমারা জীবনে যা কিছু ই সুন্দর, আনন্দের বা চমৎকার কিছু পেতে চাই সবগুলো পেতে আমাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়।আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন______
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا , إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি!!!
[সূরা ইনশিরাহ ৯৪, আয়াত ৫-৬]
এই বইটায় আপনি আমি এমন কিছু পাবো না যেটা আমরা আগে শুনি নাই অথবা নতুন। বইটা আসলে একটা গাইডলাইন। নিজেকে মোটিভেট করার জন্য অথবা ইসলাম এর সাথে নিজেকে কিভাবে আপনি রিলেট করবেন তার একটা পথ।বইটা যদি আপনি একবার পরে রেখে দেন তাহলে তার নির্জাস আপনার মন মগজে প্রবেশ করবে না।এই বইটা বার বার পড়ার মত একটা বই।
🕹️ বইটি অর্ডার করতে ইনবক্স করুন!
